আমার সুখের ফুলদানিটা একটি গোলাপ ফুলে
আমি সাজিয়ে রেখেছি
একটি সুখের স্বপ্ন বুকে এঁকেছি ।।
আকাশ ভরা হাজার তারার মাঝে
একটি ধ্রুবতারা
আমায় করে দিশেহারা
একটি মুখের হাসি ছুঁয়ে বিভোর হয়ে থেকেছি ।।
চাঁদের আলো না থাক আমার ঘরে
একটি দ্বীপের আলো
আমার লাগে কীযে ভালো
একটি কুসুম ভালোবেসে সোহাগ চোখে মেখেছি ।।