আমার শিশু যখন আমায়
আহা মা মা বলে ডাকে
আধো আধো উচ্চারণে তার
আমায় বিভোর করে রাখে ।।
তার হাটি হাটি পা দুটি আর হামাগুড়ি দেয়া
প্রাণে আমার ভাসিয়ে দেয় এ কোন গানের খেয়া
আমার মনটা চলে যায় গাঁয় খোলা হাওয়ায়
উদাসী নদীর বাঁকে ।।
তার মা ডাক শুনে প্রাণে বাজে মমতারই বাঁশি
চাঁদের মুখে দেখি চাঁদের ভুবন জয়ী হাসি
আমার মনটা চির সবুজ বাংলা মায়ের
কোলেই পড়ে থাকে ।।