আমার রাজ্য তো নেই আছে শুধু রাজার মতো মন
আমার ভালোবাসার মূল্য সেতো সাত রাজারই ধন
না না হিরে মানিক চুনি নয়, ভালোবেসেই বিনিময়
শূন্য রয়ে গেলো তবু হৃদয় সিংহাসন ।।
সোনার কাঠি রুপোর কাঠি নেই আমার হাতে
ঘুম ভাঙাবো রাজ কন্যার জোছনা ভেজা রাতে
মনের অনুরাগেই মন করবো সমর্পণ ।।
সাত সাগর আর তেরো নদী পারি দেবো বলে
কোথায় পাবো ময়ূর পঙ্খী ভাসবো গহীন জলে
মন পবনের নৌকা আমার সঙ্গী আজীবন ।।