আমার প্রথম মালার ফুলে কাঁটা সইলো না
সুখের সাথে বসত আমার তাই হইলো না ।।


মনটা আমার খেয়াল খুশির পুতুল তো আর নয়
মন নিয়ে তাই সয়নি প্রেমের মিথ্যে অভিনয়
বৃষ্টি হয়ে কেঁদে গেলাম রৌদ্র আমার সঙ্গী হইলো না ।।


আকাশ ছোঁয়া স্বপ্ন তো আর দেখেনি এই চোখ
চাঁদের আলোয় চাইনি আমার হৃদয় আলো হোক
স্বপ্ন ছিলো একটি নীড়ে তাও তো হায় সত্যি হইলো না ।।