আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই
তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই
আমার কোনোই নাম নাই ।।
সাজানো এক বাগান ছিলো আমার ছোট্ট ঘরে
ফুলগুলো হায় ঝরে গেছে এক নিমিষের ঝড়ে
এখন আমি শুধুই একা
মরণ কখন দেবে দেখা
সেই মরণের পথ চেয়ে দিন গুনে যাই ।।
না না আমি কাঁদছি না তো ওরে দুষ্টু মেয়ে
বুক যে আমার ভরে গেছে তোমায় বুকে পেয়ে
আমি তোমার ছেলে ওমা
আমার নাইরে খুশির সীমা
তোমারই ওই কোলে আমি পাই যেন ঠাঁই ।।