আমার মন লাগে না কোনো কাজে
তার পোড়া বাঁশি যখনই বাজে
সেই বাঁশির সুরে এই মন যে কেমন করে
থাকতে পারি না আর ঘরে ।।


অন্তরে সেই বাঁশি আমায় শীষ দিয়ে যায়
শিষ দিয়ে যায়
শীষ যেন নয় সে বিষ দিয়ে যায়
আমায় বিষ দিয়ে যায়
এই প্রাণটাতেও আমি যাবো কি মরে ।।


আঞ্চলে মন বাঁধা হলে বেঁধে রাখতাম
বেঁধে রাখতাম
বেঁধে তো নয় আহা সেধে রাখতাম
তারে সেধে রাখতাম
পায়ের এ শিকল ভেঙে যাবো কি করে ।।