আমার মাতৃভূমি মাতৃভাষা, আর আমার মা
জীবন মরণ ভালোবাসার, একটি মোহনা ।।
দুধে ভাতে থাকবো আমি সেই তো মায়ের আশা
সুখ পাখিটা বুকের ভিটায় সুখের বাসা
এই দেশটাই তো আমার চির সুখের ঠিকানা ।।
কতো কথা কাব্য গানে রূপ কথারই মতো
এই দেশেরই আকাশ বাতাস স্বপ্ন ছড়ায় কতো
তার একতারাটা আমার বুকে জাগায় প্রেরণা ।।