আমার দুই দিকে দুই পৃথিবী মধ্যখানে আমি
জ্বলছি কীযে অন্তর জ্বালায় জানে অন্তর যামী
এক পৃথিবী কষ্ট নিয়ে আমি কেঁদে যাই
বুক ভরা এই ভালোবাসার নাই রে মূল্য নাই
এক পৃথিবী স্বপ্ন আমার মিথ্যে হলো তাই
সব ভুলে যে আমি এখন একা হতে চাই ।।


একটাই তো সূর্য আর একটাই তো চাঁদ
এক আকাশের কান্না চোখে, চোখ ওরে তুই কাঁদ
একই সুখে সুখী হয় জানি দুটি প্রাণ
এ বুক তবে কেনো আজ পুড়ে হলো ছাই ।।


একটাই তো হৃদয় আর একটাই তো মন
একবারই তো জন্ম আর একবারই মরণ
এক জীবনে প্রেম আসে শুধু একবার
একজনই তো হয় প্রিয়জন পাই বা না পাই ।।