আমার আঙিনায় একটি রজনীগন্ধা
কখন ফুটেছিল কখন ঝরে গেল বুঝতে পারিনি ।।


স্বপ্ন আঁকা ভীরু দৃষ্টি মেলে সে
দেখেছিল এই পৃথিবীকে
ফোটারই লাবণ্যে হাসতে গিয়ে
কেঁদে গেল অভিমানে ।।


হয়তো ছিল তারও ছোট্ট হৃদয়ে
সুরভিত প্রেম পাপড়ি ছুঁয়ে
আমার ওই অজান্তে সেই সুরভী
রেখে গেল এই প্রাণে ।।