আমাকে মনটা দিও মনের বদলে
আমি রাখবো সে মন বেঁধে হায়রে
সুখের আঁচলে ।।


তোমায় দেখে মনটা খুশি হয়
সূর্যমুখী হয় যে এ হৃদয়
আমি আঁকবো তোমার ভালোবাসা
চোখের কাজলে ।।


যে নাম নিলে স্বপ্নে ভরে চোখ
অশ্রু মতে সে চোখ হলে হোক
আমি ভাববো না আর লোকে যদি
কলঙ্কিনী বলে ।।