আলতো চাঁদের হাসি দেখে
আরে উঠলো যে দিল হেসে
খুশির সওগাদ নিয়ে এলো ঈদ
মাহে রমজানের শেষে ।।


আজ উজ্জ্বল হলো সারা জাহান
আজ উজ্জ্বল হলো ঐ রঙিন আসমান
ঈদ গাহে তাই এক রহে সব
দাঁড়াই ভালোবেসে ।।


আজ এ দিল হলো মাতোয়ারা
আজ সাম্যের বাণী তাই জাগায় সাড়া
নেই ভেদাভেদ এক মুহুর নয়
সবাই মিলি এসে ।।