আকাশে পাখি উড়বেই
প্রেমে হৃদয় পুড়বেই
আমি আকাশ হয়ে একটি পাখির
ডানার ছোঁয়া পেতে চাই
আমি হৃদয়ের আগুনে জ্বলে যেতে চাই ।।
চেয়েছি ঝর্ণা ধারা পেয়েছি সাগর
না বলা প্রেম দু'জনার তুলেছে ঝড়
সেই ঝড়ের মুখে বড় সুখে
ভালোবাসি বলে যেতে চাই ।।
ছিলো যে স্বপ্ন হয়ে হৃদয়ে আমার
পেয়েছে এই দুটি চোখ দেখা যে তার
তাই মোমের মতো অবিরতো
অনুরাগে গলে যেতে চাই ।।