আজ আর মানুষের কোনো দাম নেই
জীবনের জন্য নয়তো জীবন
এ জীবন হয়ে গেছে অন্য এখন
মানবতা কেঁদে মরে শুধু ধুকে ধুকে ।।
কেনো এই অভিসাপ কে জানে
নেই সুখ শান্তি নেই এখানে
স্বপ্নের কলি কেনো ফুল না হতেই
ঝরে যায় অনাদরে এই ধূলিতেই ।।
ভালোবাসা কেনো আজ হয় নিলাম
কেনো ভাগ্যের এই পরিনাম
অগ্নিগিরির মতো জ্বলছে শুধুই
তবে কি জ্বলবো এই আগুনেই ।।