আহা কী মিষ্টি মিষ্টি এই দিন
এই দৃষ্টি ছুঁয়ে আলোর আকাশ
স্বপ্ন ছড়ায় আজ অন্তবিহীন ।।
আহা কী খুশি খুশি এই মন
তন্ময় এ হৃদয়ে একি শিহরণ
শত রূপে এই নয়ন দুটি থাক মুগ্ধ রঙিন ।।
আহা কী ভীরু ভীরু এই চোখ
চেয়ে রয় বিস্ময়ে তবু অপলক
ভালো লাগা এই আবেগ যেন আর হয়না বিলীন ।।