যাইও না যাইও না বন্ধু গো
বিদেশে যাইও না প্রাণ
বিদেশের টাকা দিয়া কে দিছে দালান ।
কাইন্দো না কাইন্দো না বধূ গো
কাইন্দো না হইয়া আকুল
আনুম তোমার লাগি উলু কানের দুল ।।
বিদেশেতে যাইতে হবে
বন্ধু তোমার কামাই কে বা খাবে
তোমারে লাকচান পায়ে বানুম ধান ।।
তুমি আমার গলার মালা
তুমি আমার অবুঝ বালা
গো অবুঝ বালা ।
তুমি আমার দরদিয়া
বন্ধু যাইও না আর আমায় ধুইয়া
তোমারে দেইখা চান জুড়াবো পরাণ ।।