বউ কথা কও বইলা পাখি
ডাকে সকাল সাঁঝে
বউটি তাহার কয় না কথা
চায়না ফিরা লাজে ।।
মরমে মরিয়া পাখি
করে শুধু ডাকাডাকি
সেই ডাকেতে কুলের বধূর
মন সরে না কাজে গো
মন সরে না কাজে ।।
জানিনা কোন মধুর বুলি
সোনা বধূর মুখে গো
শোনাবার লাইগা কান্দে পাখি
ব্যথা লইয়া বুকে গো
ব্যথা লইয়া বুকে ।
যার পিরিতের এতো ব্যাথা
সে কেনো রে কয় না কথা
মুখে কি তার নাইরে বুলি
মধু নয়ন মাঝে গো
মধু নয়ন মাঝে ।।