বন্ধুরে তুমি দিলে এই জ্বালা ।।


আসবে বলেও তুমি এলে না যে
বিরহের এ রাত কাটে না যে
মলিন হয়ে গেল মোর গাঁথা মালা ।।


কতো যে কথা ছিল বলিনি যে
কতো যে সুর ছিল সাধিনি যে
শূন্য রয়ে গেল বরনেরও ডালা ।।