বন্ধু আমার দেশে নাই
আমার প্রেমের আগুন জ্বলছে সদাই
কোথায় গেলে তারে পাই রে ।।
বন্ধু আমায় দিয়াছে ফাঁকি
যাহার লাগি দিবানিশি ঝরে দুই আঁখি
আহা ঝরে দুই আঁখি
আমার মন বলে উইড়া যাইবো
যেথায় বন্ধুর ঠাঁই ।।
বন্ধু আমি দুই জনাতে ছিলাম মানিক জোড়া
আজ কোন সে দীঘির বাঁধে আমি হইলাম বন্ধু ছাড়া রে
হইলাম বন্ধু হারা ।
পাইতাম যদি বন্ধুয়ার দেখা
রাত কাটতাম জেগে উতলায় রইতাম একা
ও আমি রইতাম একা
আমার মন প্রাণ বন্ধুর কাছে
সব যে তারে লাই ।।