আষাঢ় মাসের বৃষ্টি রে
ঝম ঝমাইয়া পড়ে রে
বন্ধু আমার রইলো বৈদেশ গিয়া
রইলো বৈদেশ গিয়া ।।


বন্ধু আমার যাওন যাইয়া
মাথায় দিয়া হাত
তুমি আমার গলার মালা
আমি প্রাণো নাত
এখন সব গিয়াছে ভুইলা বন্ধু
কি জানি কি পাইয়া ।।


বৃষ্টি পড়ে ফোটা ফোটা
আকাশ মেঘের ঘটা
ক্ষণে ক্ষণে রইয়া রইয়া
পড়ে বিজলী ছটা ।


বিজলীরো আগুন যেমন
পড়ে ক্ষইয়া ক্ষইয়া
আমার মনের আগুন তেমন
জ্বলে রইয়া রইয়া
আমি বন্ধু বিনে মনের আগুন
কে দিবে নিভাইয়া ।।