‌আমার মন ভালো না গো  
প্রান ভালোনাগো
বন্ধু কেনো  ফিরে এলোনা
বন্ধু আমি নেই
আমারি পরানে বন্ধু আমি নেই
আমার ই পরানে
সদাই উঠে বন্ধুর কথা বুঝাইলে মন বোঝেনা


আমার মন ভালো না গো
প্রান ভালোনাগো
বন্ধু কেনো  ফিরে এলোনা


আগে যদি জানতাম না
ছাইড়া তারে দিতাম না
অঞ্চলে বান্ধিয়া রাখতাম
সেই কালো সোনা


যদি বন্ধু না আসে
যাব বন্ধুর তালাশে
পন কইরাছে উড়াল পঙ্খী
দেহতে আর রব না


বন্ধু কেন ফিরে এলোনা
আমার মন ভালো না  গো
প্রাণ ভালো না গো
বন্ধু কেন ফিরে এলোনা