বন্ধুরে, তুমি বৈদেশি নাগর
বৈদেশেতে যাইবা তুমি আমায় কইরা পর
কন্যা গো, যাবো ফুল তুলার শহর
বানিজ করতে যাবো আমি
ছয় মাসের সফর
আমি বৈদেশি নাগর ।।
বন্ধুরে, তুমি যাইবা বৈদেশেতে
ছয় মাসের লাগিয়া
কি দিয়া বুঝাবো বন্ধু
আমার অবুঝ হিয়া
তুমি বৈদেশি নাগর ।
কন্যা গো দিয়া গেলাম ঢাকাই শাড়ি
আনন্দে পিন্দিয়ো
গলেতে পিন্দিয়া হার
মনেরে বুঝাইয়ো
আমার ছয় মাসের সফর ।।
বন্ধুরে, চাই না তোমার ঢাকাই শাড়ি
চাই না গলার হার
তুমি বিনে বন্ধু আমার
সকলই আন্ধার
তুমি বৈদেশি নাগর ।
কন্যা গো দিয়া গেলাম আবের কাকই
ঝাইড়া বাইন্ধো কেশ
তাহার সাথে মন বান্ধিয়া
ভুলিয়ো কেলেশ
আমার ছয় মাসের সফর ।।
বন্ধুরে, কেঁদে যদি ভরতো তোমায়
গইড়া ফুলো মালা
তুমি তো জানিতা বন্ধু
নারীর কেমন জ্বালা
তুমি বৈদেশি নাগর ।
কন্যা গো, তোমার কাছে থুইয়া গেলাম
আমার চোখের পানি
তাহার সাথে থুইয়া গেলাম
চান্দ মুখখানি
আমার ছয় মাসের সফর ।।
বন্ধুরে, তুমি হইলা নিঠুর বন্ধু
দিয়া গেলা ব্যথা
তুমি বিনা চান্দ মুখের
কে শুনিবে কথা
তুমি বৈদেশি নাগর ।
কন্যা গো, আমার আশার আশা হইয়া
ভুইলা যাইয়ো ব্যথা
নিশি রাইতে চাঁন্দের সাথে
কইয়ো মনের কথা
আমার ছয় মাসের সফর ।।