ভাওয়াইয়া গান
---মাজহারুল মোর্শেদ
ও মোর কাজে কামে দিন যায়
রাইত হইলে গাও জ্বলে
কোনটে গেইল মোর আগের দিনকাল
না আইসে সকালে।
ওরে গোয়াল ভরা গরু হামার
গোলা ভরা ধান
জমির বুকে ফসল ভরা
সবার মুখোত গান।।
ওরে পাড়া পড়শী সবায় গুলায়
থাকে আশে পাশে
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
সগায় মিলে মিশে ।
ওরে দেবীর ডাঙ্গাত বান্নীর মেলায়
হিন্দু মুসমান নাই
সবায় গুলায় দল বান্দিয়া
মেলা দেখিবার যাই।
ওরে কোনটে গেইল মোর সেই দিনগুলা
বসিয়া ভাবো ভাই
চৌখের জল মোর বাঁধা মানে না
বাঁচিবার আশা নাই।