ভাওয়াইয়া গান-
---মাজহারুল মোর্শেদ
বন্ধুধন,
স্যাঁকোয়া নদীর পাড়োত বসি
বাজান তোমরা বাঁশের বাঁশি,
মন উড়ি যায় বাঁশির সুরে
কেমন করি আসি।
বন্ধুধন,
আন্দা বাড়া ঘরের কাজোত
জীবনটা মোর ব্যারে যায়
ক্যামনে যাও তোর বগলোত
ননদী ডাকায়।।
বন্ধুধন,
বুকের ভেতর আগুন জ্বলে
চৌখ ভরি যায় দুখের জলে
এ ঘর ওঘর করি বেড়াও
বাঁশি শুনার ছলে।
বন্ধুধন,
না বাজান আর বাঁশের বাশি
নদীর পাড়োত বসি
খোপার বান্দন যায় খুলি মোর
নন্দী দেখে আসি।।