ভেবেও ভাবে না দেখেও দেখে না
শুনেও শোনে না মন
ডাকে যে মহুয়া বন
উতলা বাঁশিতে কি অকারণ
যেন জাগে আহ তোমারই পরশে এই গুঞ্জন ।।


আমি যে তোমারই পথ চাই
তোমারে এ গানে ডেকে যাই
তুমি কি জানো না অনুক্ষণ ।।


বলো না কেন এ অভিমান
তোমারে দিয়েছি মনও প্রাণ
তুমি কি বুঝো না অনুক্ষণ ।।