তোমার আলোর বৃন্তে
আমি যে বারে বারে আসি ফিরে
এতো মহোময় তন্দ্রা আমায়
তবু কেন রাখে ঘিরে।।
পাতার কাঁপন চঞ্চলতায়
ভীরু ভাবনার গোপন কথায়।
আবেগ জড়ানো মাধুরী লুকায়
দুটি নয়নের নীড়ে।।
তুমি আমায় দিয়েছ
এ কোন ঝরানো বকুল বেলা
ঝরা মুকুলের ছন্দ সাজানো খেলা।
যেন আধারের মৌন পাতায়
আমার এ মন ডেকে ডেকে যায়।
বুঝি অজানার স্বপ্ন ঘনায়
দুটি হৃদয়ের তীরে।।