তুমি যেন নীল জোনাকি
আঁধারে স্বপ্ন হয়ে এসে
কি যেন কি খুঁজে গেলে
বলে গেলে না ।।
সারাদিন দেখেছি যেমন
নও তো নও তো তেমন
এ কেমন লুকোচুরি
বলে গেলে না ।।
তুমি যেন ঢেউ ভাঙা নদী
মনেরও প্রান্ত ছুঁয়ে নিরবে দূরে সরে যাও ।
সারারাত ডেকেছি তবু
পাইনি পাইনি কভু
তোমার ঠিকানা তুমি
বলে গেলে না ।।