তুমি যেন কুসুমেরও স্বপ্ন
আর আমি যেন বনোতলে মধুকর
সেই গানে ভরেছি অন্তর ।।
জানি মিছে নয় আলেয়ার মায়া যে
ছায়াতে পেয়েছি তার কায়া যে
হোক না তার মরীচিকা বালুচর ।।
কুসুমের মাস কতো শরমে রঙিন
তবু মধু তার বলো কতোদিন ।
এই ফুলেরও বাসর যদি যায় ভেঙে যাক
গানের লগন টুকু চিরদিন থাক
তার বিনিময়ে জানি সবই সুন্দর ।।