তোমার স্বপ্ন আমায় দিয়েছে হাসি
সারাদিন বাজে মধুর মধুর
তাই যেন ওই বাঁশি ।।


আলোয় ভরানো দিনে
তোমায় নিয়েছি চিনে
পরশ লগ্ন ভরে দিলে এনে
সুন্দর সুধা রাশি ।।


সারাদিন শুধু নতুন গানের ছন্দ শুনি যে আমি
এ মধুর ক্ষণ কেমনে এলো যে নামি ।


স্বপ্নে স্বপ্ন মিলে
কতো যে আমায় দিলে
আনন্দ ধারায় উচ্ছল হলো
আমার জীবনে আসি ।।