তোমার প্রেমের মধুময় সুরভীতে
আমার হৃদয় দোলে যে স্বপ্ন গীতে ।।
যেন এই ক্ষণ, যেন এই চন্দ্রিমা
জানি না আমার মনের খুশির সীমা
মুগ্ধ প্রহর ভরে থাকে মাধুরীতে ।।
তুমি কখনো স্নিগ্ধ, কখনো চঞ্চলতা
মঞ্জুরি ভরা মধু মাধবী লতা ।
যেন এ লগন, যেন এই রূপ ছায়া
ব্যাকুল নয়নে অঞ্জন ঘন মায়া
ছন্দ দোলায় মন চায় মন দিতে ।।