তোমার কথাই বলছে আমার মন
সারাবেলা সেই সুরের মাধুরী করছে গুঞ্জন ।।


আজ আমি তাই যতো দূরে যাই
তোমার পরশ শুধু খুঁজে পাই
বুঝি সে পরশ দোলা দেয় অনুক্ষণ ।।


ছন্দ তোমার যেন মনোহরা
স্বপ্ন তোমার আকুল করা
শুধু সে স্বপন করে রাখে উন্মন ।।