তারা এ দেশের সবুজ ধানের শীষে
চিরদিন আছে মিশে ।।


উদাসী মাঝির গানে
বাউলের ভীরু প্রাণে
দোয়েল শ্যামার শিসে ।।


গুরু গুরু মেঘে তাদের কন্ঠ শুনি
রক্তে তখন নেচে ওঠে আধো ফাল্গুনী ।


সকল পথের বাঁকে
তারা আমাদের ডাকে
দিগন্তে দিশে দিশে ।।