পৃথিবী তোমার কোমল মাটিতে
কেন এতো সংঘাত
মানুষের বুকে মানুষেই হানে
নিষ্ঠুর কষাঘাত ।।


এই নির্দয় সংসার মাঝে
কতো বেদনার হাহাকার বাজে
অন্ধ তিমিরে আলোর পিপাসা
কেঁদে মরে দিন রাত ।।


এতো বড় এই আকাশের নিচে
রয়েছে কতো না ঠাঁই
চারিদিকে তবু বন্ধ দুয়ার
কোনো আশ্রয় নাই ।


মানুষ কেন যে এতো অসহায়
আজ আছে কাল সকলই হারাই
তবু তো আশার দ্বীপ নেভে নাই
করে যাই করাঘাত ।।