পথহারা ওই বাঁশিতে আমি সুর শুনেছি
যখনই তুমি দাঁড়ালে এসে আমার পাশে
তখনই আমি কাজ ভুলেছি
তোমাকে ভালোবেসেছি ।।


চরণে মঞ্জির বাজে
উতলা মন যেন সাজে
সেই সোহাগে কাছে এসেছি ।।


হৃদয়ে চঞ্চল স্মৃতি
দোলালো মনজোল গীতি
সেই দোলাতে যেন মেলেছি ।।