প্রেমের নাম বাসনা
সে কথা বুঝিনি আগে
দুটি প্রানের সাধনা
তাই তো মধুর লাগে।।


তুমি যে দাঁড়ালে এসে।
সকল চাওয়ার শেষে।
জীবনে পেয়েছি তোমারে।
এ কোন নতুন রাগে।।


আমায় করেছ ঋণী
নবীনা সঞ্চারিনী
ধন্য এ মন শুধু যে
তোমার পরশ জাগে।।