ওগো বন্ধু তুমি যে আমার
কতো মনের মানুষ হলে কেমন করে
এই তো আমার সেই ভাষা
তুমি যে আমার ভালোবাসা ।।


এই মনের খাতা ছিলো শূন্য পাতা
লিখেছি নাম তাতে
এক স্বপন ভরা হায় পাগল করা
এক হরিণী নাম তাতে
সেকি আমারই নাম বলো বলো
জীবনের এতটুকু আশা ।।


পথ চলতে গিয়ে যদি যাই হারিয়ে
তবে কেমন হবে
চোখে কাজল করে তোমায় রাখবো ধরে
দেবো না হারাতে
তুমি আছো বলে সবই গেছি ভুলে
দিনগুলি পিছে ফিরে আসা ।।