ওগো বন্ধু, রিক্ত হাতে যারে ফিরায়ে দিলে
ওগো বন্ধু, বিনিময়ে তার তুমি কি বা পেলে ।।


বলাকারা উড়ে গেলে সুদূর পাড়ে
আকাশ কি দেয় কভু ফিরায়ে তারে
তোমার দুয়ার হতে যে গেল চলে
সে কি বুঝে না, একি ছলনা ।।


অশান্ত সাগরের এতো যে ব্যথা
তীরে হৃদয় কেন শোনে না যে তা
নিরবেই কাঁদে প্রেম কিছু না বলে
কেউ দেখে না, কেউ জানেনা ।।