নিরবতা শুধু ডেকে রয় যেন
অপরূপ নিরবতা
তুমি কাছে এলে বলতে পারি না
আমি আজ কোনো কথা ।।


নিরবতা সেতো শান্তির ধারা জল
নিরবতা সেতো কবিতার পরিমল
কি করে বুঝাই তুমি এলে
মনে কতো রয় আকুলতা ।।


দিনের সকল কোলাহল শেষ হলে
রজনী নিরবে প্রনয়ের কথা বলে
কি করে তখন সুরে সুরে
আমি আঁকি সেই চঞ্চলতা ।।