মনো জানে তার মধুরো মিতালী
নয় তো ছলনা নয় তবু কেন ভয়
কেন যে বেদনা ভরে থাকে এ হৃদয় ।।


পাখিরো যে গান আমি ভালোবাসি
সে গানে কেবলই এই মধু হাসি
তবু তার কথা অকারণে
চন্দনো মনে হয় ।।


গানেরো আভাসে কি কথা সে বলে
জানি কারো ব্যাকুলতা
অনুরাগে তাই রঙিন আমার
মনের মাধবী লতা ।


দু'নয়ন ভরে দিয়েছে সে তার
অশ্রু জলের ঐ উপহার
কেন যে তবু মনে মনে এতো
অভিমান জেগে রয় ।।