লক্ষ প্রাণের মূল্যে গড়েছি
সোনার বাংলাদেশ
লাখো শহীদের রক্তধারায়
এনেছি বাংলাদেশ ।।
আকাশে বিমানে জানা অজানায়
নির্ভয়ে ওড়ে স্বাধীন ডানায়
দেশের আকাশ মুক্ত রাখবো
প্রতিজ্ঞা দৃঢ় বেশ ।।
নব জীবনের নতুন প্রভাতে
হারাবো না পথ কোনোতম সাথে
বাংলাদেশের দুঃখ তিমির
রজনীর পরিশেষ ।।