কত নিঝুম রাতের মধু স্বপ্নে গেথে
আমি আমার এ গান ওগো দিলাম তারে
তবু চোখের এই জল
কেন যায় না মুছে সেই অন্ধকারে।।


এতো ভালবেসে তারে মন দিয়েছি
তার বিনিময়ে বলো কি পেয়েছি।


যেন হারিয়ে গেছি আমি একলা কোথায়
নেই পথের দিশা আর অশ্রু ধারে
তবু চোখের। এই জল
কেন যায় না মুছে সেই অন্ধকারে


যত ব্যাথা আমি নীরবে সয়েছি
শুধু মিছে আশায় তার পথ চেয়েছি।
আজ ভুলের মুকুল ঝরে কল্পনাতে
দোলে কাঁটার মালা এই কন্ঠহারে
তবু চোখের। এই জল
কেন যায় না মুছে সেই অন্ধকারে