কেন কথা দিয়ে কথা তবু কথা রাখো না
কাছে এসে দূরে গেলে ফিরে তো আর এলে না ।।


শিশিরের মতো আমি কতো যে একা
পাই না তবু কেন তোমারই দেখা
ঢেউয়ে ঢেউয়ে দোলে, জানি আসবে কূলে
তটিনী আকুল বাসনা ।।


সাগরের ছবি চোখে এসেছি ফিরে
শূন্য সাঁঝের মায়া আমায় ঘিরে
কতো দূরে গেলে, কতো রেখে ফেলে
যেখানে তোমার ঠিকানা ।।