গানের কোকিল আমি ফাগুনে বাসনা ফোটাই
ফুলে পল্লবে জাগো মাধবী মুকুলে জাগো
বনে বনে মনে মনে ডাক দিয়ে যাই ।।


কুড়ির গোপনে থাকে অচেনা সুবাস
সুরের পরশে করি পুষ্প বিকাশ
আমি আনন্দ হয়ে রঙে ঝিলমিল ভুবন সাজাই ।।


আমার কন্ঠে আছে দখিনা উতল
আকুল আবেশে ভরে যাই বনোতল
আমি বসন্ত শিহরণে উর্মিল
জীবন জাগাই ডাক দিয়ে যাই ।।