গানে গানে জড়ালো বন্ধু
হৃদয়ে দিলো আশা
তবে কেন হারালো সবই
কোথা সে ভালোবাসা ।।


যে মায়া ডোরে দিয়েছি ধরা
তার পাশে যে কাঁটাতে ভরা
সুখের নীড়ে লেগেছে আগুন
কেটেছে তার সে আঁখির নেশা ।।


দিয়েছি সবই তারে যা ছিলো আমার
কিছু তো বাকি আমি রাখিনি দেবার
দেখি যে আজ শুধু নয়নে আঁধার
জীবনে ঘনালো কেন নিরাশা ।।