এসো কিছুটা সময় রেখে যাই
ঝিনুকে মুক্তো ভরে
এসো আরো কিছু গানে দিয়ে যাই এই
তীরেরো হৃদয়ো ভরে ।।
দ্যাখো না কেমন চঞ্চলতায়
ভেঙে পড়ে ঢেউ
সে হিসাব কেহ রাখেনি তো আগে
রাখবে না কেউ
অনুভূতি দিয়ে ছবি আঁকে শুধু
অনুরাগে অন্তরে ।।
দু'জনে এখন অন্ধকারে
বসে নিরালায়
একটি দুটি কথা গেঁথে যাই
শুধু কবিতায়
পথ ভোলা দুটি ভ্রমর ভ্রমরী
রাত জেগে গুঞ্জরে ।।