এই রাত যাবে যে চলে
এই মন কেন যে বলে
আর তো কিছুই রবে না
এই ক্ষণ যেওনা ভুলে
তুলে নাও হাতে যা পেলে
আর এমন হবে না ।।
রং রং রং নেশা লয়ে
সময় যদি যায় বয়ে
বয়ে যেতে তারে দাও না ।।
কেউ কেউ কেউ হারে যেতে
জীবনের এই জুয়াতে
মিছে কেন তবে ভাবনা ।।
চুপ চুপ চুপ বলি শোনো
আড়ালে কে রয় জানো
ফাঁকি যারে দেয়া যায়না ।।