ঢাকো যতো না নয়ন দু'হাতে
বাদল মেঘ ঘুমাতে দেবে না
এমন মোহন শ্রাবণ রাতে
ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না।।


যে মন কখনো বেসেছে ভালো।
এ বরষা কারে করবে উতল
নদীর তটিনী বইবে উজানে
কাজল ধারা ঘুমাতে দেবে ন।।


বলবে তোমাকে ফাগুনের রাতি
এ কার প্রাণে ও আকুল মিনতি
একাকী বিজনে পড়বে যে মনে
গানের বাণী ঘুমাতে দেবে না।।।