চুপি চুপি কাছে এসে অলকে হারায়
কে সে প্রাণেতে দোলা দিয়ে যায় ।।


জীবনো যৌবনো তারই পায়ে সপেছি
সারাবেলা তারই নাম মনে মনে জপেছি
অথচ নয়ন শুধু তারই পথো চায় ।।


ফাগুনের এতো রং মধু বনে ছড়ানো
মিলনের ফুলো মালা গগরেতে জড়ানো
মিছেই কেন থাকে দূরে সরে হায় ।।