চাঁদ যদি বলে তুমি কি পেলে
ফুল যদি বলে তুমি কি পেলে
আমি বলি প্রিয় মোর এসেছে
আনন্দ মাধুরী ফেলে ।।


আমার ভুবন তুমি ভরালে
কতো না কুসুম কণা ঝরালে
মুগ্ধ আমার মনে তুমি যে এলে ।।


পূর্ণ লগন হলো সকলি যেন
ওগো চাঁদ ওগো ফুল মিছে দ্বিধা কেন?


ফুলের আড়ালটুকু ভোলালে
আমায় নতুন সুরে দোলালে
এ মায়াবী ক্ষণের ঐ নয়ন মেলে ।।