চাঁদ জাগে তারা জাগে জাগে বনের পাখি
রাজার কুমার ঘুমায় শুধু মুদি দুটি আঁখি ।।


কতো আশা কতো স্বপন দেখি যে আমি
সোনামণি অনেক বড় হবে যে তুমি
মেঘের পরে ফুটবে হাসি আলোর পরশ মাখি ।
ফুল দেখে লতা দেখে, দেখে বনের পাখি
দিনে দিনে বাড়ে কুমার স্বপন ভরা আঁখি ।।


কতো না দেশ বিদেশেতে খোকন যে যাবে
সাত রাজাধন মানিক এনে নয়ন জুড়াবে
মায়েরই সাধ পূরণ করে ব্যথা দেবে ঢাকি ।
ফুল দেখে লতা দেখে, দেখে বনের পাখি ।
দিনে দিনে বাড়ে কুমার স্বপন ভরা আঁখি ।।