আমি সাজবো গো সাজবো নতুন সাজে
আমার অঙ্গ, অঙ্গ যে দোলে লাজে
আনন্দে তাই প্রাণে বাঁশি বাজে গো সাজে
মন লাগে না আর তো কোনো কাজে ।।
ফুটলে কলি না না তার গন্ধ ঢাকা যায়না
চঞ্চল এ যৌবন হায় ধরে রাখা যায়না
কেমনে সে কথা বলি গো লাজে ।।
ঘোমটা তুলে চাইবো না ধরলে মুখে আয়না
মান ভাঙাতে পায়ে ধরে করিস যতোই বায়না
দিতে হবে ধরা তবু তার কাছে ।।